আর বিলম্ব নয়, কথায় বলে শুভ কাজে দেরি করতে নেই। শোনা যাচ্ছে জুলাইতেই নাকি চার হাত এক হতে চলেছে শোভন-সোহিনীর। ইতিমধ্যেই নাকি বিয়ের জোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন জুটিতে। টলিউডের অন্দরে কান পাতলে কানাঘুঁষো শোনা যাচ্ছে, সোহিনী ইতিমধ্যেই বিয়ের জন্য অর্ডার করে ফেলেছেন প্রায় ২ লক্ষ টাকার একটি নেকলেস। মেকআপ আর্টিস্ট থেকে ফটোগ্রাফার সবই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছি। তবু জুটির মুখে কিন্তু এই নিয়ে কোনও কথা নেই।
বিয়ে কবে করছেন? সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে, সোহিনী জানান, “বিয়েটা হলে হবে, আর কী! তবে বিয়ে হলে সেটার প্রিমিয়ার হবে না।”
Lok Shaba Election 2024 : তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন, ফের কার্তিক মহারাজকে নিশানা মমতার
উল্লেখ্য, শোভন-সোহিনী প্রেমে আছেন । প্রথম দিকে লুকোচুপি থাকলেও, দু'জনের প্রেমের জল্পনায় সিলমোহর প্রায় পড়ে গেছে। এখন এক্কেবারে খুল্লামখুল্লাই প্রেম করছেন তাঁরা। বিদেশে যে একসঙ্গেই গেছিলেন শোভন সোহিনী, তা একরকম ওপেন সিক্রেট।