আর বিলম্ব নয়| চলতি মাসেই নাকি শুভ কাজ সেরে ফেলতে চলেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় | সব জল্পনাকে সত্যি করে, নাকি ১৫ জুলাই চার হাত এক হতে চলেছে টলিউডের গায়ক-নায়িকা জুটির| সূত্রের খবর, জুটিতে বিয়ে করবেন কলকাতার বাইরে একটি দক্ষিণ ২৪ পরগণার ফার্ম হাউজে| ডেস্টিনেশনে তাঁদের পৌঁছে যাওয়ার কথা আগের দিন অর্থাৎ ১৪ তারিখেই|
জানা গিয়েছে, সই সাবুদ করে বিয়ে করবেন শোভন-সোহিনী | আপাতত, এই ডেস্টিনেশন রেজিস্ট্রি ওয়েডিং হবে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে| কোনও নিয়ম রীতি পালন করা হবে না বলেই শোনা যাচ্ছে| চলতি বছরের, শেষে নাকি একটি পার্টি দেবেন তাঁরা| সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির সকলে| আপাতত ছিমছামভাবে কেবল সই-সাবুদ|
TRP Result: চতুর্থ স্থানে ২ ধারাবাহিক, পঞ্চমে তিনটি! এই হপ্তায় TRP তালিকায় কোন ধারাবাহিকের কী রেজাল্ট?
বিশেষ এই দিনে সোহিনী সাজবেন লাল বেনারসিতে| শোভন নাকি পরবেন ধুতি-কুর্তা| তবে বিয়ের মেনুতে নাকি মোটেই বিরিয়ানি থাকছে না | বরং জমিয়ে খাওয়ানো হবে বাঙালি খাবার| জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা |