কাছে আসার এই সময়টাই সবচেয়ে সুন্দর। কিছুটা বলা হয়, তার চেয়ে বেশি অনেকটা থাকে না বলা। সম্পর্কের সেই পর্ব চলছে শোভন-সোহিনীর। কখনও একসঙ্গে ছবি পোস্ট করছেন, কখনও আবার পোস্ট করে ডিলিট করে ফেলছেন। কতটা ঘনিষ্ঠ দু'জন, জানার ইচ্ছেটা আরও বেড়ে যাচ্ছে অনুরাগীদের।
সম্প্রতি, অভিনেত্রী নিজের দু'টি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, ক্যাপশনে লেখা গল্পের পাতা থেকে উঠে আসা সেই বিকেলবেলা। সেই ছবি পোস্ট হতে না হতেও এল শোভনের কমেন্ট, 'পাতার মতোই শৌখিন অথচ সহজ'।
টলিপাড়ায় জোর জল্পনা প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরই শোভন-সোহিনী কাছাকাছি এসেছেন। ক্রমশ দু'জনের ঘনিষ্ঠতা বাড়ছে।
প্রসঙ্গত, টেলিপাড়ার দুই জনপ্রিয় তারকা রণজয় বিষ্ণু এবং স্বস্তিকা দত্তের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে সোহিনী এবং শোভনের।