কে বলেছে, মনে বসন্ত আসার জন্য কোকিল ডাকতেই হয়? কারোর কারোর জীবনে অকাল বসন্ত আসে। যেমন এসেছিল সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়ের মনে। সেই বসন্ত পাকাপাকি ভাবে বেঁধে দিচ্ছে দুজনকে। বিয়ে করছেন শোভন-সোহিনী, ১৫ জুলাই, সোমবার।
শোভন-সোহিনীর জীবনে প্রেম ঘনিয়েছিল বসন্তে নয়, শ্রাবণে। নজরুল মঞ্চে ২২ শ্রাবণের এক অনুষ্ঠানে দুজনের কাছাকাছি আসা। তখনও ঠিক প্রেম নয়, যাকে বলে অনুরাগ পর্ব, তার সাক্ষী কে জানেন? শোভনের প্রাক্তন প্রেমিকা গায়িকা ইমন চক্রবর্তী। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গেছে, বলা যায় না। প্রিথিবী মাত্র একবারই প্রদক্ষিণ করল সূর্যকে, খাতায় কলমে এক বছরও কাটল না, অমনি আলাপ-বন্ধুত্ব-কাছে আসা-প্রণয় পেরিয়ে আরও গভীর হল ওদের ভালবাসা। এক শ্রাবণে 'দেখা হল দুজ'নার'...আরেক শ্রাবণ না আসতেই 'মিয়াঁ-বিবি' হতে চলেছেন দুজন।
এর আগে অভিনেত্রী সোহিনী সরকার দীর্ঘ সময় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন। শোভনও লিভ ইনে ছিলেন ইমনের সঙ্গে, তারপর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান। সে সব সম্পর্ক একসময় ভেঙে যায়। শোভন-সোহিনীর সম্পর্ক কতটা মজবুত হবে, সেই নিয়েও নানা মুনির নান কথা চালাচালি হয়েছে নেটদুনিয়ায়। তবে ওরা কান দেননি।
১৫ জুলাই আইনি বিয়ে সারছেন শোভন-সোহিনী। আপাতত ফার্ম হাউসে পরিবার পরিজনদের নিয়ে ছিমছাম উদযাপন হবে, আম্বানিদের মতো গ্র্যান্ড ওয়েডিং-এ নেই বাংলার তারকা যুগল শোভন-সোহিনী। বছর শেষে নাকি হবে রিসেপশন, তাতে হাজির থাকবেন টলিপাড়ার হু'জ হুরা। আপাতত আষাঢ়ের শেষ দিনে দু'টো মানুষের দু'টো গল্প লেখা হবে একসঙ্গে, নতুন এক পাতায়। রইল শুভেচ্ছা।