কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ২১ মাস ভারতে জারি হওয়া জরুরি অবস্থা নিয়েই সিনেমা বানাতে চলেছেন অভিনেত্রী। ছবিতে কঙ্গনাকে ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। জয়প্রকাশ নারায়ণনের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের।
বুধবার নিজের লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রেয়স তালপাড়ে। শ্রেয়স লিখেছেন, 'একইসঙ্গে সর্বোত্তম প্রিয়, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনসাধারণের কাছের মানুষ…ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে খুশি তো বটেই একই সঙ্গে সম্মানিত বোধ করছি। আশা রাখি, আমি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব। এটা #জরুরী অবস্থার সময়! গণপতি বাপ্পা মোরিয়া।'
শুরু থেকেই বিতর্কে কঙ্গনা পরিচালিত এই নতুন ছবি। ভারতে জরুরি অবস্থা জারি থাকাকালীন ১৯৭৫-১৯৭৭ সালের কাহিনি ‘ইমার্জেন্সি’। ছবিতে ইন্দিরা গাঁধীর ভূমিকায় কঙ্গনা স্বয়ং। সেই চরিত্রের ‘লুক’ প্রকাশ্যে আসতেই হইচই। ছবি নিয়ে আপত্তি তুলে কংগ্রেস দাবি করে, বিজেপির হয়ে ইন্দিরাকে অপমান করছেন কঙ্গনা। পাল্টা প্রতিবাদ জানায় বিজেপিও।