৩৬-২৪-৩৬, গ্ল্যামার দুনিয়ার ম্যাজিক ফিগার যাকে বলে। অতি কষ্টে নানা ক্রিচ্ছ সাধন করে তবে সেই কাঙ্খিত সাইজ-এর দেখা পান কেউ কেউ, কিন্তু কোন ফাঁকে ফস্কে যায় প্রাণ ভরে বেঁচে নেওয়ার মজা টুকু। সেই নিয়েই স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'র গান। মুক্তি পেয়েছে আজই। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন লগ্নজিতার গলায় সেই গান।
ডিম খাওয়া যাবে, কুসুম ছাড়া, চা খেতে হলে গ্রিন টি, রান্না হবে অলিভ অয়েলে, তা না হলে সেদ্ধ খেতে হবে। জিমে যেতেই হবে নাওয়া খাওয়া ভুলে। নইলে নিয়ম মেনে জুম্বা কিম্বা অন্য কোনও শরীরচর্চা। এই এত কিছু কীসের জন্য? না অন্যের চোখে আকর্ষণীয় হয়ে উঠতে হবে। বেঁচে নেওয়াটাও অন্যের জন্যই বুঝি?
আরও পড়ুন : Prasenjit-Rituparna: রোম্যান্স করবেন কী! প্রসেনজিতের সঙ্গে শুটিং-এর সময় ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা!
স্বস্তিকা-সোহম অভিনীত শ্রীমতি মুক্তি পাচ্ছে আগামী ৮ ই জুলাই।