বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠীর দিনটা প্রতিটা মেয়ের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। তাই এই বিশেষ দিনের গুরুত্ব রয়েছে অভিনেত্রী শ্রুতি দাসের কাছেও। তবে শ্রুতি জানিয়েছেন, তাঁর বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর রীতি নিয়ম নেই। কিন্তু শ্বশুর বাড়িতে তাঁকে আদর যত্ন করে বৌমা ষষ্ঠী খাওয়ানো হয়েছে। নিয়ম না থাকলেও, খাওয়া দাওয়া তো আর বাদ পড়তে পারে না?
Madhumita Sarcar: 'সামার ওয়ালা লভ', জামাই ষষ্ঠীর দিনে টপাটপ লিচু ছাড়িয়ে মুখে পুরলেন মধুমিতা
জামাই ষষ্ঠীর দিন, শ্রুতি এবং স্বর্ণেন্দু-র প্রিয় মটন বিরিয়ানি রান্না করেছিলেন শ্রুতির মা। শ্রুতি জানিয়েছেন ৫ পদে স্বর্ণেন্দু গুছিয়ে খেতেও পারে না, তাই তাঁর জন্য মটন বিরিয়ানি সঙ্গে ছিল কোল্ড ড্রিংক্স, মিষ্টি দই, মিষ্টি রায়তা এবং স্যালাডও। এছাড়া বৌমা ষষ্ঠিতে শ্রুতিকে বরণ করে শাশুড়িমা হাতে বেঁধে দিয়েছেন ধাগা, দিয়েছেন ষাটের জল। আজ শ্রুতির বাড়িতে আয়োজন, তাই শ্বাশুড়ি মায়ের কাছে পাত পেড়ে খাওয়াটা তোলা আছে অন্যদিনের জন্যেই।