বিয়ে করেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস এবং তাঁর দীর্ঘ দিনের প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। এ খবর এতক্ষণে সবার জানা, বিয়ের ছবিও দেখে ফেলেছেন সকলেই। সাদা শাড়ি-পাঞ্জাবিতে দারুণ দেখাচ্ছিল নব বিবাহিত দম্পতিকে। বিয়ের দিনে, কেন সাদা রং বাছলেন কনে? শুধুই ব্যক্তিগত পছন্দের কারণে, নাকি এর পেছনে কোনও বার্তা রয়েছে?
বাংলা টেলিভিশনের চেনা মুখ শ্রুতি, প্রথম শিরোনামে আসতে শুরু করেন গায়ের রং নিয়ে 'ট্রোল্ড' হয়ে। পারতেন চুপ করে থাকতে, থাকেননি। বরং আঙুল তুলেছেন সমাজের দিকে। সোশ্যাল মিডিয়ায় নিজের 'চাপা রং' লুকিয়ে রাখেন না শ্রুতি, বরং গর্ব করেছেন বরাবর। সমাজের ঠিক করে দেওয়া অদৃশ্য স্কেলগুলোকে বুড়ো আঙুল দেখিয়েছেন শ্রুতি। আগেও, এমন কী বিয়ের দিনেও।
ফ্যাশনের চিরাচরিত সংজ্ঞা বলে আসছে সব রং সবার জন্য নয়। কে কোন রং-এর পোশাক পরবে, লিখে রাখা আছে যেন অদৃশ্য এক ধর্মগ্রন্থে। সে সব জানতেন শ্রুতি, মনে মনে মৃদু হেসেছেন শুধু, জীবনের সবচেয়ে মনে রাখার মতো একটি দিনেই পরেছেন সাদা পোশাক। এই আত্মবিশ্বাস-ই সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীদের চেয়ে অনেকটা এগিয়ে দিয়েছে শ্রুতিকে।