দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস। গত বছর ‘দেশের মাটি’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর দীর্ঘ সময় কাজ না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন শ্রুতি, এমনকি একথাও তিনি স্পষ্ট করেই জানিয়েছিলেন কোনও পার্শ্বচরিত্র নয় ফিরলে তিনি ধারাবাহিকের ‘নায়িকা’ হয়েই ফিরবেন।
আরও পড়ুন: ব্রেন স্ট্রোকের পর এবার হার্ট অ্যাটাক, আরও সঙ্কটজন ঐন্দ্রিলা শর্মা
এবার প্রায় একবছর পর জি বাংলার হাত ধরেই পর্দায় ফিরছেন শ্রুতি। গায়ের রঙে বিন্দুমাত্র ফাউন্ডেশনের প্রলেপ না লাগিয়ে একেবারে স্বমহিমায় পর্দায় ফিরছেন অভিনেত্রী। ক্রেজি আইডিয়া প্রোডাকশনের ‘রাঙা বউ’ ধারাবাহিকে পিলুর আহির ওরফে অভিনেতা গৌরব চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। শ্রুতির কেরিয়ারের শুরুটাও হয়েছিল গৌরবের সঙ্গেই, স্বভাবতই ‘ত্রিনয়নী’ জুটিকে ফের পর্দায় ফিরে পেয়ে যারপরনাই খুশি দর্শকরাও।
‘রাঙা বউ’ ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। ধারাবাহিকে শ্রুতি ওরফে ‘পাখি’ গ্রামের মেয়েদের নিজের হাতে কনের সাজে সাজিয়ে দেয়। কিন্তু ভাগ্যের পরিহাসে নিজের বিয়েতেই আর মনের মতো করে সাজা হয় না তার। পরিবারের চাপে হঠাতই গৌরবের সঙ্গে বিয়ে হয়ে যায় তার। কিন্তু বিয়ের পরমুহূর্তেই তার জীবনে ঘনিয়ে আসে মহা বিপদ। দুর্ঘটনায় স্মৃতি হারায় গৌরব, এমনকি সদ্য বিয়ে করা স্ত্রীকেও সে ভুলে যায়। কী হবে এই জুটির ভবিষ্যৎ? সেই গল্পই বলবে জি বাংলার নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’