শুভশ্রীর ডিগ্ল্যামারাইসড লুক নিয়ে গত একদিনে তুমুল চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়। দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattacharya) পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'। এই খবর এখন সকলেই জানেন, কিন্তু ইন্দুবালাকে নিয়ে অন্য একটি বিতর্কও তৈরি হয়েছে সম্প্রতি। হইচই-এর পোস্টারে কোথাও ছিল না ইন্দুবালার স্রষ্টার নাম। অ্যাঁর পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গেই তাই নিয়ে রিতিমতো হইচই পড়ে যায়।
কল্লোল লাহিড়ীর ওই একই নামের উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। সেই উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছেন দেবালয়, অথচ লেখকের নামের উল্লেখ ছিল না হইচই-এর পোস্টারে। সেই প্রসঙ্গেই ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করলেন পরিচালক স্বয়ং। লিখলেন এই উপন্যাস প্রাথমিক ভাবে, লেখক এবং পাঠকেরই। সেই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে কল্লোল লাহিড়ীও পাল্টা পোস্ট করেছেন, যা থেকে বোঝা যায় ইন্দুবালার স্রষ্টার মানভঞ্জন হয়েছে ইতিমধ্যেই।
Durga Puja 2022: 'কী মহা সমারোহে'! পুজোর থেকে বাঙালির কাছে বেশি আপন পুজোর প্রেম
দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।