এমন একটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করা যায় অনেক দিন। ছবির মতো সুন্দর একটা ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। না কোনও সিনেমার আপডেট না, শুটিং-এর দৃশ্য নয়। বরং শীতের নরম দুপুর যেমন হওয়া উচিত, তেমন একটা পিকচার পারফেক্ট ভিডিও।
শুভশ্রীর গা ঘেঁষে এক হ্যামকে শুয়ে দোল খাচ্ছে ছোট্ট ইউভান। মে-ছেলের গায়ে এসে পড়ছে পৌষের নরম রোদ। মা গান ধরেছে 'বুলবুল পাখি ময়না টিয়ে...', গান শুনতে শুনতে ইউভানের চোখে ঘুমঘোর। বুড়ো আঙুল চলে গেছে মুখে। ভিডিও দেখে বলতে ইচ্ছে করে 'এমনি করে যায় যদি দিন যাক না'।
ভিডিও দেখেই বোঝা যায়, উইন্টার ভ্যাকেশনে পরিবারের সঙ্গে শহরের বাইরে ঘুরতে গেছেন শুভশ্রী।