সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। জন্মদিনে বিশেষ মানুষের কাছ থেকে এল ভালবাসায় মোড়া শুভেচ্ছাবার্তা। রাজকে তাঁর জীবনের সুপারপম্যান থেকে স্পাইডারম্যান, সবের তকমা দিলেন পর্দার 'বাবলি'।
নাহ, অন্য কেউ না, রাজের স্ত্রী শুভশ্রীই স্বামীর জন্মদিনে ভালোবাসার নানা মুহূর্তের এক মিষ্টি ভিডিয়ো পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। সেই ভিডিয়োয় নানা অবতারে ধরা দিয়েছেন বার্থডে বয়। কখনও বাবা, কখনও প্রেমিক, কখনও বর, কখনও আবার ফিটনেস ফ্রিক ম্যাচো ম্যানের ইমেজে।
রাজের পরিচালনায় শুটিং ফ্লোরে ফিরেছেন শুভশ্রী। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে 'বাবলি'র শুটিং শুরু হয়ে গিয়েছে।