৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মন্থন’-এর ‘রেস্টোর্ড’ সংস্করণ। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ ও গিরিশ কারনাড।
মুক্তির প্রায় ৫ দশক পর ১৭ মে, সন্ধে ৮ টা ৪৫ মিনিটে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটা।
‘মন্থন’ ভারতের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ ছবি। প্রায় ৫ লক্ষ চাষি প্রত্যেকে ২ টাকা করে দিয়েছিলেন শ্যাম বেনেগালকে, ওই টাকা দিয়েই তৈরি হয়েছিল গোটা ছবিটী। ১৯৭৭ সালে সেরা ছবির জাতীয় পুরস্কার জেতে ‘মন্থন’। বিজয় তেণ্ডুলকরের ঝুলিতে আসে সেরা চিত্রনাট্যকারের সম্মান। ছবিটির ‘রেস্টোরেশন’ করেছে শিবেন্দ্র সিংহ দুঙ্গারপুরের সংস্থা ‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন’।
দিন কয়েক আগে এই খবর সগর্বে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।