সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ে নিয়ে চারপাশে কত চর্চা। এক রূপকথার শুরুতে , যেন আরেক রূপকথার নটে গাছ মুড়লো। এ অবশ্য পর্দার রূপকথা। 'স্টুডেন্ট অফ দি ইয়ার'এর সকলেই শেষমেশ 'হ্যাপিলি ম্যারেড'। আলিয়া-বরুণ-সিদ্ধার্থ, একসঙ্গে তিনজনকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছিলেন করণ জোহার, ২০১২ তে।
সেরা পড়ুয়ার দৌড় থেকে ঘোর সংসারী হয়ে ওঠার মাঝে কেটেছে ১০ টা বছর। পেশাগত জীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে তিনজনেই বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ব্যক্তিজীবনেও প্রেম এসেছে ওদের, তারপর বিয়েও। পরপর তিন বছরে তিন জন বাঁধা পড়লেন সাত পাকে।
প্রথমে ২০২১-এ বরুণ ধাওয়ান বিয়ে করলেন নাতাশা দালালকে। দীর্ঘ প্রেম পর্বের পর আলিয়া সাত পাকে বাঁধা পড়েছেন রনবীর কাপুরের সঙ্গে। গল্পের শেষ অধ্যায় রচনা করলেন সিদ্ধার্থ মালহোত্রা। জয়সালমেরের প্রাসাদে রাজকীয় আয়োজনে কিয়ারার গলায় মালা পরালেন সিদ্ধার্থ।
করণ-আলিয়া-বরুণ, সকলেই নব দম্পতিকে আগামীর জন্য ভরিয়ে দিলেন শুভেচ্ছায়।