৭ ফেব্রুয়ারি জয়সলমের সাক্ষ্মী থেকেছে রাজকীয় বিয়ের । যথেষ্ঠ গোপনীয়তা বজায় রেখে সূর্যগড় প্যালেসে চার হাত এক হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবাণির (Sidharth-Kiara Marriage) । বিয়ের পর্ব তো মিটল । এবার কী প্ল্যান নবদম্পতির । জানা গিয়েছে, বর-বউ বিয়ের পর, বুধবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রাজস্থান (Rajasthan) থেকে মুম্বই নয়, সোজা পাড়ি দেবেন সিদ্ধার্থের দিল্লির (Delhi) বাড়িতে । সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, নবদম্পতি একটি প্রাইভেট জেটে জয়সলমের থেকে সরাসরি দিল্লি রওনা দিচ্ছেন । ৯ ফেব্রুয়ারি সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে । এরপর তাঁরা মুম্বই উড়ে যাবেন । সেখানও ১২ ফেব্রুয়ারি ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য একটি রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে । প্রিয়াঙ্কা চোপড়া- নিক জোনাস, দীপিকা-রণবীরের মতো অতিথিরা রিসেপশনে আমন্ত্রিত । মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, Sidharth-Kiara Marriage: হিরে-পান্নার চোখধাঁধানো গয়নায় রাজকীয় সাজে কিয়ারা, নজর কাড়ল কলিরে,কেমন ছিল আংটি?
সিড-কিয়ারার বিয়েতেও ছিল তারকাদের হাট । করণ জোহর, শাহিদ কাপুররা নাকি জমিয়ে দিয়েছেন বিয়ের আসর । মঙ্গলবার রাতের দিকে বিয়ের ছবি প্রকাশ্যে এনে তারকা যুগল ক্যাপশনে লেখেন, 'আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যয়ি । ' সেইসঙ্গে সকলের আশীর্বাদও চেয়ে নিয়েছেন তারকা যুগল ।