আর দেরি নেই, খুব শিগগিরই নাকি শুভ কাজ সেরে ফেলবেন বলিউডের 'শেরশাহ' জুটি সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। গত কয়েকদিন ধরেই তাঁরা চর্চায়। গুঞ্জন শোনা যাচ্ছিল ডিসেম্বরেই নাকি চার হাত এক হবে সিড কিয়ারার, কিন্তু তা হয়নি। আসলে তাঁরা নাকি নতুন বছরেই শুরু করতে চলেছেন নতুন জীবন।
Mir Afsar Ali: 'এবার ঠেকে শিখবেন না, শুনবেন', ১ জানুয়ারি থেকে নতুন অবতারে মীর আফসার আলি
জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর তোরজোর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফেব্রুয়ারির শুরুতেই রাজস্থানের জয়সলমীরে বসবে সিড কিয়ারার বিয়ের আসর। যতদূর জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসের ৪ এবং ৫ তারিখে তাদের মেহেন্দি, সংগীত, হলদির পর ৬ ফেব্রুয়ারি সাত পাক ঘুরতে পারেন শেরশাহ জুটি।