সোশ্যাল মিডিয়ায়জুড়ে এখন শুধুই সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের (Sidharth-Kiara Wedding) ছবি । এখন এটাই অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে সর্বত্র । বিয়ের ছবির পাশাপাশি এদিন আরও একটি ছবি ভাইরাল হয়েছে । তা হল, সিদ্ধার্থ-কিয়ারার ইনভিটেশন কার্ড (Invitation Card) বা বিয়ের নিমন্ত্রণ পত্র । ভাইরাল হওয়া কার্ডের ছবি দেখে নেটিজেনদের মতামত, বেশ ছিমছাম অথচ আভিজাত্যপূর্ণ ।
ভাইরাল কার্ডে দেখা যাচ্ছে পাতার নক্সা । মাঝে সিদ্ধার্থ-কিয়ারা দু'জনের নামের প্রথম অক্ষর ছাপা রয়েছে । তার নিচে লেখা, ৫-৭ ফেব্রুয়ারি ২০২৩, ভেন্যু, সূর্যগড় প্যালেস । বাঁদিকে, আবার সূর্যগড় প্যালেসের নকসা আঁকা রয়েছে । কার্ডের ডিজাইন বেশ নজর কেড়েছে নেটিজেনদের ।
আরও পড়ুন, Sidharth-Kiara Marriage : বিয়ের পর জয়সলমের থেকে সোজা দিল্লি যাচ্ছেন সিড-কিয়ারা, কোথায়, কবে রিসেপশন ?
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি জয়সলমের সাক্ষ্মী থেকেছে রাজকীয় বিয়ের । যথেষ্ঠ গোপনীয়তা বজায় রেখে সূর্যগড় প্যালেসে চার হাত এক হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবাণির । জানা গিয়েছে, বর-বউ বিয়ের পর, বুধবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রাজস্থান থেকে মুম্বই নয়, সোজা পাড়ি দেবেন সিদ্ধার্থের দিল্লির বাড়িতে । সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, নবদম্পতি একটি প্রাইভেট জেটে জয়সলমের থেকে সরাসরি দিল্লি রওনা দিচ্ছেন । ৯ ফেব্রুয়ারি সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে । এরপর তাঁরা মুম্বই উড়ে যাবেন । সেখানও ১২ ফেব্রুয়ারি ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য একটি রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে । প্রিয়াঙ্কা চোপড়া- নিক জোনাস, দীপিকা-রণবীরের মতো অতিথিরা রিসেপশনে আমন্ত্রিত । মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে ।