জয়সালমেরের দুর্গে বসছে সিড-কিয়ারার (Sidharth-Kiara Wedding) বিয়ের আসর। নিমন্ত্রিতের তালিকায় অনেক কাটছাঁট। অথচ বিয়ের উত্তাপ নিতে তৈরি দেশের কয়েক কোটি অনুরাগী। দুধের স্বাদ কি ঘোলে মেটানো যাবে? শোনা যাচ্ছে সিড-কিয়ারার বিয়ের লাইভ স্ট্রিমিং করবে নাকি একটা ওটিটি চ্যানেল।
৪ থেকে ৬ ফেব্রুয়ারি চলবে বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান। সূর্যনগর হোটেলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি, এসবের মাঝেই অ্যামাজ়ন ভিডিয়োর শেয়ার করা এক ছবি নিয়ে শোরগোল। তা হলে কি সিড-কিয়ারার বিয়ের তথ্যচিত্রের স্বত্ব আগাম কিনে নিয়েছে অ্যামাজনের ওটিটি?
অ্যামাজন প্রাইম যে ছবিটি শেয়ার করেছে সেটি আসলে সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবির, শেরশাহ মুক্তি পেয়েছিল এই ওটিটিতেই। ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি জানান, সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের বিয়ের ভিডিয়োর স্বত্ব এখনও কাউকে বিক্রি করেননি।