তাঁর গান বিগত কয়েক বছর ধরেই মুগ্ধ করেছে বাংলার শ্রোতাদের। তাঁর গলায় কীর্তন যেন প্রাণ প্রায়। সেই অদিতি মুন্সীর হঠাৎ কী হল? পরপর শো বাতিল করছেন শিল্পী।
২০ নভেম্বর থেকে তাঁর একাধিক শো ছিল বলে জানা যাচ্ছে, তবে সবকটিই বাতিল করতে হয়েছে। কেন? জানা জাচ্ছেন অসুস্থতার কারণেই সমস্ত শো বাতিল করা হয়েছে।
Clash Over Rasgulla: রসগোল্লা শেষ! বিয়েবাড়িতে হুলুস্থুল, বচসার জেড়ে আহত ৬
শিল্পীর স্বামী জানিয়েছেন অদিতির ভোকাল কর্ডে সমস্যা হয়েছে, আপাতত কথা বলা বারণ, সম্পূর্ণ বিশ্রামে আছেন অদিতি।
পুজোর মরশুমে পরপর গানের অনুষ্ঠান করেছেন শিল্পী, শো করতে মার্কিন মুলুকেও গিয়েছিলেন, টানা শো করার কারণেই ভোকাল কর্ডে চাপ পড়েছে।