মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। এবার যেন এই বিপুল জনপ্রিয়তারই খেসারত দিতে হল গায়ককে ঔরঙ্গাবাদে গানের অনুষ্ঠানে হেনস্থা হতে হয় অরিজিৎকে, ডান হাতে গুরুতর ছোট পান তিনি।
অভিযোগ , মঞ্চে গান গাইতে উঠেছিলেন অরিজিৎ। প্রিয় তারকাকে সচক্ষে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক অনুরাগী। অভিযোগ গায়কের হাত ধরে টানাটানি করতে শুরু করেন ওই ব্যক্তি। তাতেই ডান হাতে বেশ গুরুতর চোট পান গায়ক। একটি ভিডিওতে দেখা যায়, হাত সোজা করতে পারছিলেন না তিনি, তাঁর হাত কাঁপছিল।
ভিডিওতে দেখা যায় আঘাত পাওয়ার পরেও সেই ব্যক্তির সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলে চলেছেন অরিজিৎ। বোঝান ‘‘আপনি এ ভাবে আমার হাত ধরে টানছেন। এ বার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না।” হাতে ব্যান্ডেজ বাঁধতে হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসা সারা হয় মঞ্চেই।