গায়ক দুর্নিবার সাহা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছিল ওঁদের বিয়ের আগে থেকেই। এবার সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ২০১৫-র সারেগামাপা খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী। ওই শোয়ে দুর্নিবারের সহপ্রতিযোগী ছিলেন সৌম্য।
ঐন্দ্রিলা ওরফে মোহরকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠতে বিয়ে করেছেন দুর্নিবার, ফেসবুকের একটি কমেন্টে তেমনই লিখেছেন সৌম্য।
৯ মার্চ বেশ ঘটা করেই শহরের এক নামী হোটেলে বসেছিল দুর্নিবার-ঐন্দ্রিলার বিয়ের আসর। বিয়ে-রিসেপশনের সময়ই ফেসবুকে একটি পোস্ট করেন সৌম্য, বিয়েকে সেখানে 'সওদা' বলে উল্লেখ করা হয়েছে। কারোর নাম না থাকলেও ওই পোস্ট যে দুর্নিবারের উদ্দেশে, তা বলতে হয় না। পরে অন্য এক ফেসবুক ইউজারের কমেন্টের উত্তরে সৌম্য স্পষ্ট করেন দুর্নিবারের সঙ্গে তাঁর চরিত্র যেন কেউ এক না করে। সেই কমেন্টেই মোহরকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠার প্রসঙ্গের উল্লেখ করেন সৌম্য।