গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান । বেশ কয়েকদিন ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক । কী হয়েছে সঙ্গীত শিল্পীর ?
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন ৫৫ বছরের শিল্পী । তার উপর, সম্প্রতি, স্ট্রোক হয় তাঁর । তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে রশিদ খানের । বর্তমানে তিনি আইটিইউতে ভর্তি । সঙ্গীতশিল্পীর অবস্থা সঙ্কটজনক । হাসপাতাল সূত্রে খবর, মেডিসিন ও ক্যানসারের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রশিদ খান । যদিও,পরিবারের তরফে রশিদ খানের অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি ।