রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এর ছবি ‘সিংহম এগেইন’এর শ্যুটিং চলছে। এবার সেই শ্যুটিং সেটের বেশ কিছু ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক রোহিত শেট্টি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের অভ্যন্তরীণ এলাকায় তাঁদের আসন্ন অ্যাকশন সিনেমা ‘সিংহম এগেইন’-এর শুটিং শুরু করেছেন। ১৮ মে কাশ্মীরে শ্যুটিং সিডিউল শুরু হয় ‘সিংহম এগেইন’-এর।
Katappa-Narendra Modi: প্রধানমন্ত্রীর ভূমিকায় 'বাহুবলী'র কাটাপ্পা! বলিউডে আসছে মোদীর বায়োপিক?
সেট থেকেই অজয় দেবগন এবং জ্যাকি শ্রফের শ্যুটিং-এর বেশ কিছু বিহাইন্ড দ্য সিন ভাইরাল হয়েছে। ‘শেহরে খাস’ বা ডাউনটাউন এলাকায় – কঠোর নিরাপত্তার মধ্যে শ্যুটিং চলছে রোহিতের ছবির। পুলিশের উর্দিতে অজয় এবং জ্যাকি শ্রফের একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং-এর ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।