বলিউডের 'বাদশা' শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদক কাণ্ডে অভিযুক্ত থাকার মামলায় নতুন মোড়! কোনও আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে আরিয়ান খানের জড়িত থাকার কোনও প্রমাণ পায়নি বিশেষ তদন্তকারী দল (SIT)।
'দ্য হিন্দুস্তান টাইমস'-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়, আরিয়ান খানকে 'কর্ডেলিয়া' (Cordellia)) নামের যে প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয়েছিল, তদন্তকারী দল সেখানেও এনসিবি'র মুম্বই শাখার (NCB Mumbai unit) হানাতে কিছু 'অনিয়ম' খুঁজে পেয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পুরভোটে বিরোধী শূন্য বীরভূম, দোলের আগেই সবুজ আবির
নামপ্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, তদন্ত করে সিট (SIT) যা খুঁজে পেয়েছে তা এনসিবি'র মুম্বই শাখার রিপোর্টের (NCB Mumbai unit) থেকে সম্পূর্ণ বিপরীত। আরিয়ান মাদক পাচারের (Aryan Khan) সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নিজেও মাদক নিতেন না! তাই, কী কারণে তাঁর মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনই বা ফোনের বার্তা দেখা হয়েছিল- তাঁরা তদন্তে নেমে বুঝতেই পারেননি। ওই সূত্রের মতে এমনটাই নাকি মনে করছে সিট।
ওই রিপোর্টে আরও বলা হয়, সিট-এর (SIT) তদন্ত রিপোর্টে এনসিবি'র মুম্বই শাখার ২ অক্টোবর রাতে গোয়ার প্রমোদতরীতে হানা দেওয়ার ওপরই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওই রাতে হানার সময় এনসিবি মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও সিট-এর রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে বলে জানা গিয়েছে।