গোল্ডেন গ্লোবস পুরস্কারের (Golden Globe Award 2023) মঞ্চে সেরা অরিজিন্যাল গানের খেতাব জিতে নিয়েছে আরআরআর (RRR) । স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা টিম । ইনস্টা, ফেসবুক থেকে টুইটার...সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাসছে শুভেচ্ছা বার্তায় । রামচরণ (Ram Charan) টিমের সঙ্গে স্বর্ণালি সন্ধ্যার একটি ছবি শেয়ার করেছেন । লিখেছেন, 'আমরা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে গেছি'। একইভাবে উচ্ছ্বসিত জুনিয়র এনটিআর-ও । গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি । সেইসঙ্গে জানিয়েছেন,এই গানটা বরাবর তাঁর হৃদয়ের কাছের থাকবে ।
'নাটু নাটু'গানে সিনেমায় নাচতে দেখা গিয়েছে রামচরণ ও এনটিআরকে (NTR Junior)। তবে, এই নাচ সহজ ছিল না । এই নিয়ে কথা বলতে গেলে এখনও তাঁর হাঁটু যেন টলমল করে । গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে এমনই জানান রামচরণ । কিন্তু, তাঁর কাছে এর মতো সুন্দর অত্যাচার আর হয় না । এর জন্য আজ গোটা টিম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে আসতে পেরেছে । আলিয়া ভাট, হুমা কুরেশি থেকে এ আর রহমান, ভারতের বিনোদন জগতের তারকারা RRR টিমকে শুভেচ্ছা জানিয়েছেন ।
আরও পড়ুন, Golden Globe Award : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে ইতিহাস, সেরা গানের খেতাব জিতে নিল RRR
গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিল এসএস রাজামৌলির ছবি আরআরআর। একটা হল সেরা গান 'নাটু নাটু'-র জন্য । আরেকটা হল ইংরেজি নয় এমন সেরা সিনেমার বিভাগে মনোনীত হয় আরআরআর । তবে, সেরা সিনেমার খেতাব তাঁদের হাতছাড়া হয় ।