ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে আরও একটা বাংলা রহস্য রোমাঞ্চ সিরিজ । ‘কিশমিশ্’, ‘দিলখুশ’-এর মতো রোমান্টিক সিনেমার পর একেবারে প্রেমবর্জিত সিরিজ বানাতে চলেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় । তবে, ভারত নয়, প্রযোজনায় কিন্তু বাংলাদেশ । ওপার বাংলার সিরিজে অভিনয় করবেন সোহিনী সরকার । তাঁর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে । সেক্ষেত্রে নতুন সিরিজের মাধ্যমে আরও এক নতুন জুটি উপহার পেতে চলেছেন দর্শকরা ।
জানা গিয়েছে, সিরিজের নাম লহু । বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই সিরিজ । আগামী ১৮ নভেম্বর থেকে শুটিং শুরু হবে । কলকাতায় ছাড়াও শিলংয়ের বেশ কিছু জায়গায় শুটিং হবে বলে জানা গিয়েছে ।
লুহু সিরিজে দেখা যাবে একজন মা-বাবার গল্প । সেইসঙ্গে থাকবে, রহস্য, অ্যাকশনে ভরপুর দৃশ্য । পরিচালক জানিয়েছেন, ‘কিশমিশ্’, ‘দিলখুশ’-এর পর অন্য রকম কাজ করতে চাইছিলেন । প্রেমের গল্পে একটু ক্লান্তি এসেছে । এ ছাড়াও নিজেকে ভাঙতে চাইছেন, দেখতে চাইছেন তিনি আর কী কী করতে পারেন । সিরিজে কাজ করতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন আরিফিন । একেবারে অন্যরকম গল্পে কাজ করতে পেরে সোহিনীও বেশ উচ্ছ্বসিত ।
উল্লেখ্য, মুজিব-এ অভিনয় করে নজর কেড়েছে আরিফিন শুভ । অন্যদিকে, সম্প্রতি, হইচই-এ মুক্তি পেয়েছে সোহিনী সরকারের ওয়েব সিরিজ 'দুর্গ রহস্য' ।