গেল বর্ষায় আলাপ। এক বছরে, খাতায়-কলমে বসন্তে পেলেন একটাই, তাতেই পরিচিতি পেরিয়ে প্রেম। এবার দুজনের একসঙ্গে অনন্ত বসন্ত। হাতে হাত রেখে পথচলা শুরু অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন ।
সইসাবুদেই বিয়ে সেরেছেন তারকা যুগল। উদযাপনের আয়োজন ছিল ছিমছাম। রেজিস্ট্রির অনুষ্ঠানে সোহিনীর পরনে ছিল মেরুন বেনারসী, সঙ্গে সাদা ব্লাউজ, খোঁপায় জুঁই ফুলের মালা, শোভন পরেছিলেন লাল সুতোর কাজ করা সাদা সিল্কের পাঞ্জাবি। চোখ জুড়নো সাজ দুজনেরই।
বিয়ের ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন, দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে'।
অভিনেত্রীর সিঁথিতে সিঁদুরও পরিয়েছেন শোভন, সোহিনীর গালে লেগে আলগা লাজুক হাসি। জাঁকজমক নয়, আড়ম্বর নয়, ওদের বিয়ের নির্যাসে লেগে থাকল অনেকতা নিভৃতি। নবদম্পতিকে শুভেচ্ছা।