বড়পর্দায় আবারও 'অমর সঙ্গী'। না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আইকনিক ছবি নয়, নতুন বাংলা ছবি 'অমরসঙ্গী'। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন সোহিনী সরকার (Sohini Sarkar), বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)।
অনুরাগ, জয়ী, ছবিতে তাঁদের চরিত্রের নাম এমনটাই। ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে দুজনে, বন্ধুত্ব গড়িয়ে প্রেম, সেখান থেকেই বিয়ের কথাবার্তা পাকা হয়, এমন সময় গল্পে টুইস্ট, গল্প বয়ে চলে অন্য খাতে।
Feluda-Sandip Ray: 'হত্যাপুরী'র পর 'নয়ন রহস্য', দেব নয় ইন্দ্রনীলকে নিয়েই শুটিং শুরু সন্দীপ রায়ের
শুক্রবার থেকেই ছবির শুটিং হচ্ছে উত্তর ও দক্ষিণ কলকাতাজুড়ে। ছবির পরিচালক দিব্য চট্টোপাধ্যায়ের এটাই প্রথম বাংলা ছবি।