মঞ্চে আবারও একসঙ্গে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), সোহিনী সরকার (Sohini Sarkar) ও অর্ণ মুখোপাধ্যায়কে (Arna Mukhopadhyay)। জনপ্রিয় অথৈ নাটকের পর অর্পিতা ঘোষের (Arpita Ghosh) নির্দেশনায় ‘ঘরে বাইরে’ (Ghore Baire) নাটকে একসঙ্গে অভিনয় করবেন তিন তারকা ।
‘পঞ্চম বৈদিক’-এর জন্মদিন উপলক্ষে প্রয়াত কিংবদন্তি শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এই নাটক। নাটকে নিখিলেশের চরিত্রে অভিনয় করছেন অর্ণ (Arna Mukhopadhyay)। সন্দীপের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। আর বিমলার চরিত্রে সোহিনী সরকার।
Amitabh Bachchan: ৭৯ বছরে নতুন ভাষার ছবিতে কাজ শুরু অমিতাভের, নিতে চাননি পারিশ্রমিক
অপর্ণা সেন পরিচালিত ‘ঘরে বাইরে আজ’ ছবিতে নিখিলেশের ভূমিকায় অভিনয় করেছিলেন অনির্বাণ। এবারে সেই চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলতে চলেছেন অর্ণ। মূলত থিয়েটারের অভিনেতা হিসাবে অর্ণ পরিচিতি হলেও সম্প্রতি বহু বাংলা ছবিতে তাঁর কাজ দেখা গিয়েছে। অন্যদিকে সোহিনী এবং অনির্বাণও সিনেমার পাশাপাশি নিয়মিত মঞ্চাভিনয় চালিয়ে যাচ্ছেন।
আগামী ২২ অগাস্ট নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা।