সোহিনী সরকার! নামটুকুই যথেষ্ট। একই সঙ্গে ওটিটি, বড়পর্দা, পেজ থ্রি কাঁপাচ্ছেন সমান তালে। কখনও অভিনয়ের জন্য আলোচনায়, কখনও আবার চর্চায় অভিনেত্রীর প্রেমজীবন। এবার বোল্ড ফটোশুটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। রজনীগন্ধার মালাকেই গায়ে জড়ালেন আবরণ হিসেবে।
সোহিনীর এই সাহসী ফটোশুট নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। পরণে লাল-সোনালি লং স্কার্ট, আর ওপরে রজনীগন্ধার মোটা মালা। ফুলই আবরণ, ফুলই আভরণ। অভিনেত্রীর ফুলসজ্জাই এখন টক অফ দ্য টাউন।
সম্প্রতি সুইডেন ঘুরে এলেন সোহিনী এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু শোভন গঙ্গোপাধ্যায়, টলিপাড়ায় জোর জল্পনা, দুজনে নাকি বাগদান সেরেছেন বরফের দেশে।