এই মুহূর্তে তাঁর বিয়ের খবরে তোলপাড় চারিদিক। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে। ১৫ জুলাই প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সইসাবুদ করে বিয়ে করছেন সোহিনী। তার আগে উত্তাপ ছড়াচ্ছে তাঁর সদ্য প্রকাশিত একটি ভিডিয়ো। সোহিনীর একটি বড় পরিচয় তিনি ভার্সেটাইল। একটি ব্লাউজের ব্যান্ড শ্যুটে সোহিনীর ভিডিয়ো দেখে রীতিমতো চোখ কপালে সকলের।
‘দ্য আদার রুম’ নামের একটি প্রোডাকশনে, সোহিনী রিক্রিয়েট করেছেন কিছু আইকনিক চরিত্রের। সব কটি বেশেই সোহিনী বোল্ড। তাঁর আবেদনময়ী চাহনি, এবং এক্সপ্রেশন ঘায়েল করেছে অনুরাগীদের। কখনও তিনি ঠোঁটে লিপিষ্টিক ঘষছেন, কখনও বা জ্বালাচ্ছেন সিগারেট। হবু কনের এই লুক বেজায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, প্রথম দিকে নিজেদের সম্পর্কের কথা রাখঢাক করেই চলছিলেন শোভন এবং সোহিনীর| টলিউডের ডিভা সোহিনীর একাধিক সম্পর্কের খবর শোনা যায়| দীর্ঘদিন রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী, আর শোভনের সঙ্গে সম্পর্ক ছিল স্বস্তিকার| দুই জুটির বিচ্ছেদের পরেই প্রচুর জলঘোলা হয়েছিল| তখনও কেউ ভাবেননি সোহিনী এবং শোভনই শেষে একে অপরের গলায় মালা দেবেন | ছিমছাম বিয়েতে কেবল উপস্থিত থাকবেন বন্ধু, আত্মীয়রা| পরে কলকাতার লেক ক্লাবে আয়োজন হবে সেই রিসেপশনের।