একজন গায়ক, আরেকজন অভিনেত্রী। দুজনেই প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে আলোচনায় ছিলেন। বলছি শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের কথা। দু'জনের প্রেমের জল্পনায় এবার সিলমোহর পড়ল, বলাই যায়। শোভনের সঙ্গে ছবি এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
সোহিনীর বন্ধুর বিয়েতে বেশ কিছুটা অন্তরঙ্গ সময় কাটিয়েছেন শোভন-সোহিনী। ছবি তুলে ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন সোহিনী। মানে, এবার সম্পর্কের কথা একরকম প্রকাশ্যেই আনলেন।
এর আগে শোভন সোহিনীর ছবি দিয়েই ডিলিট করে দিয়েছিলেন, আজকাল সোহিনীর ফেসবুক ছবির তে নানা মন্তব্যও করেন শোভন। সব মিলিয়ে এই ভরা মাঘেও টলিপাড়ার দুই মানুষের মনে বসন্তের আমেজ।