বিনোদন জগত আর রাজনীতি, দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আজকালকার ট্রেন্ড। তাহলে কি সেই দলেই নাম লেখালেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)? একটু একটু করে দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক হয়ে উঠেছেন সোহিনী! না, বাস্তব জীবনে নয়, পর্দায় এবার রুদ্রপ্রসাদ কন্যা হয়ে উঠেছেন, 'পুতুল রানি বাগচী'। দাপুটে পুতুল রানির শাসনে বাঘে গরুতে এক ঘাটে জল খায়! ধারাবাহিক ‘খড়কুটো’র ঘরোয়া ‘পুটুপিসি’ কবে এতটা বদলে গেলেন?
শৌভিক কুণ্ডু পরিচালিত ছবি ‘আয় খুকু আয়’ (Aye Khuku Aye) ছবিতে বিধায়কের চরিত্রে সোহিনী। ‘পুতুল রানী’ -র চরিত্রটিতে অভিনয় করার অভিজ্ঞতাটা তিনি খুবই উপভোগ করেছেন।
ছবির ঝলকে, দেখা যাচ্ছে সোফায় আধ শোয়া সোহিনী। কপালে বড় টিপ। শাড়ি, উত্তরীয়তে একেবারে পারফেক্ট রাজনীতিবিদ। হাতে জলের গ্লাস আর ওষুধ। পুতুল রানীর পেডিকিওর চলছে, অন্যদিকে পরের বারের ইলেকশন নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন তিনি। মুখে সামান্য শ্লেষ।
২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আয় খুকু আয়।