বন্ধুত্ব ছিল অগাধ, তবু দাম্পত্যে ফাঁক ছিল। তাই আলাদা হচ্ছেন তাঁরা। পাহাড়ের কোলে বছর পাঁচেক আগে শুরু হয়েছিল তাদের যৌথ জীবন। তাই ওদের ইচ্ছেতেই বিচ্ছেদও সেই জায়গা। সেই কারণে মেঘের কাছে পাহাড়-বাড়িতে ফেরা। এই ফেরায় কি সম্পর্কের সব শেষ? পর্দার মৃণ্ময়-অনিন্দিতার মতো বিচ্ছেদেই সব শেষ,এ মনটা মনে করেননা সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)-কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
রুদ্রপ্রদাস সেনগুপ্তের 'আদি অন্ত আদি' নাটক নিয়েই সুজিত পাইন বানাচ্ছেন ছবি 'মেঘবাড়ি' (Meghbari)। মঞ্চে অনিন্দিতার চরিত্রেও সোহিনীই অভিনয় করতেন। মৃণ্ময় অবশ্য হতেন দেবশঙ্কর হালদার। তাঁর সঙ্গে দেবশঙ্করের তুলনা টানা হতে পারে? সে কথা ভাবছেনই না কৌশিক। ছবির শুটিং শেষ। গরুমারায় শুটিং এর জন্য একসঙ্গে থাকা, অভিনয়, সব মিলিয়ে দুজনেরই অভিজ্ঞতা দারুণ।