বাংলার প্রেক্ষাপটে ওয়েব সিরিজ বানাচ্ছেন নীরজ পান্ডে। নাম খাকি; দ্য বেঙ্গল চ্যাপ্টার। সেই সিরিজে অভিনয় করতে চলেছেন সোলাঙ্কি রায়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমনটা।
সব ঠিকঠাক থাকলে খাকি হয়তে চলেছে রীতিমতো তারকাখচিত ওয়েব সিরিজ। অভিনয় করবেন জিৎ এবং প্রসেনজিৎ। সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় , শাশ্বত চট্টোপাধ্যায়েরও নাম উঠে আসছে। এদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে সোলাঙ্কিকে।
ধারাবাহিক দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করলেও টলিপাড়ায় ইতিমধ্যে খান দুয়েক ছবিতে অভিনয় করে ফেলেছেন, বেশ প্রশংসিতও হয়েছে সোলাঙ্কির অভিনয়। শোনা যাচ্ছে নীরজ পান্ডের সিরিজের জন্য অডিশন দিয়েই সুযোগ পেয়েছেন সোলাঙ্কি।