গাঁটছড়ায় আর তাঁকে দেখতে পাবে না দর্শক, অভিনেত্রী শোলাঙ্কি নিজেই জানিয়েছেন তা। তাহলে কি অভিনয় জগত থেকেই বিরতি অভিনেত্রীর? কেমন করে সময় কাটছে?
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সদ্য নতুন ফ্ল্যাটে শিফট করেছেন, তাই আপাতত নতুন ঘর গোছাচ্ছেন, পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন। টানা ধারাবাহিকে কাজ করে ক্লান্ত ছোটপর্দার খড়ি। এবার মন দিতে চান বড়পর্দায়।
এই মুহূর্তে 'শহরের উষ্ণতম দিনে'র শুটিং চলছে। সে ছবিতে ছোটপর্দার হিট জুটি শোলাঙ্কি-বিক্রমকে দেখা যাবে বড় পর্দায়।