ছোটপর্দায় খড়ি হিসেবে দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিলেন তিনি। ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন, কিন্তু না, বিনোদন জগত থেকে বেশিদিন দূরে থাকা হল না সোলাঙ্কির। ওয়েব সিরিজে অভিনয় শুরু করবেন খুব শিগগির।
রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ। রাহুলের পরিচালনায় ইতিমধ্যে কিশমিশ দিলখুস, দুই-ই বেশ হিট। এবার পরিচালক হাত পাকাচ্ছেন ওয়েব সিরিজে। তাতেই মূল চরিত্রে দেখা যাবে সোলাঙ্কিকে। সব ঠিক ঠাক থাকলে জুন মাসেই শুটিং শুরু।
Indigo-Mothers' Day: মা-মেয়ে দু'জনেই কেবিন ক্রু! মাতৃদিবসে ভালোবাসার বিরল ভিডিও শেয়ার করল ইন্ডিগো