ধারাবাহিক থেকে ব্রেক নিয়েছিলেন শোলাঙ্কি, শোনা গিয়েছিল ফিরছেন ওটিটি-তে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু শেষমেশ ১৮০ ডিগ্রি ঘুরে গেল অভিনেত্রীর সিদ্ধান্ত। জানিয়ে দিয়েছেন, হইচই-তে কাজ করলেও ভবিষ্যতে কাজ করবেন না রাহুলের সঙ্গে। কেন এমন সিদ্ধান্ত?
পারিশ্রমিক নিয়েই বিতর্কের শুরু। অভিনেত্রী জানিয়েছেন, মৌখিক কথায় আর চুক্তিপত্রে পারিশ্রমিক দু রকমের উল্লেখ করা হয়েছে। তাছাড়া অভিনেত্রীর দাবি, তাঁর সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন পরিচালক। নয়া ওয়েব সিরিজ থেকে সরে এসেছেন শোলাঙ্কি, তার বদলে সিরিজে অভিনয় করছেন সৃজলা গুহ।