‘ইচ্ছেনদী’-র হাত ধরে বাঙালির ড্রয়িং রুমে একসময় তাঁদের ছিল নিত্য যাতায়াত। এবার সেই প্রেম গড়াল বড় পর্দায়। প্রেমের গল্প ‘শহরের উষ্ণতম দিনে’ তে জুটি বাঁধছেন সোলাঙ্কি রায় (Solanki Roy), বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ছবির পরিচালক অরিত্র সেন।
এই ছবির কেন্দ্রীয় চরিত্র অবশ্য শুধু তাঁরা দু'জন নন, আছে এই শহরও।
এ ছবি ঋতবান আর অনিন্দিতার আর কলকাতার। চেনা জুটির রোম্যান্সে সময়ের সঙ্গে সঙ্গে ধুলো জমলেও রুপোলি পর্দায় আবার নতুন ম্যাজিক তৈরি হবে নিশ্চয়ই। আশাবাদী বাবা বেবি ও ছবির নায়িকা সোলাঙ্কি রায়।
অন্য ছবির শুটিং-এ আপাতত উত্তরবঙ্গে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়।