রণবীর কপূর এবং আলিয়া ভাটের পর টিনসেল টাউনে কি আবার বিয়ের সানাই বাজল বলে? বিয়ে করবেন সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)? অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেমের গুঞ্জন তো ছিলই। তাঁর সঙ্গেই বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা?
সোনাক্ষীর পোস্ট করা নতুন ছবি দেখে অন্তত সে রকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাঁ হাতে মস্ত এক আংটি জ্বলজ্বল করছে। ছবিটা ভাল করে খেয়াল করলে বোঝা যায় এক পুরুষ কাঁধেই সোনাক্ষীর হাত, কিন্তু সঙ্গীর মুখ দেখা যাচ্ছে না।
ট্রেলারেই বাজিমাত! বড় পর্দায় পৃথ্বীরাজ দেখতে মরিয়া অক্ষয়ভক্তরা
সোনাক্ষী সেই ছবির সঙ্গে লিখেছেন, ‘আমার জন্য খুব বড় দিন। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে।’
তবে, জানা গিয়েছে, এই ছবি আসলে বাণিজ্যিক কৌশল (Promotional shoot)। একটি সংস্থার হয়ে শ্যুট করেছেন তিনি। রহস্য বাড়াতেই কায়দা করে শুধু নিজের হাতের আংটির ছবি পোস্ট করেছেন সোনাক্ষী।