সদ্য চার হাত এক হয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের| এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে তাঁদের রিসেপশন এবং বিয়ের নানা মুহূর্তের ছবি | মাঝেমধ্যে বিবাহিত জীবনেরও বেশ কিছু টুকরো টুকরো ছবি শেয়ার করেন সোনা |
নতুন বিবাহিত পর্বের প্রতিটি মুহূর্ত জুটিতে চুটিয়ে উপভোগ করছেন জুটিতে| বিয়ের এক সপ্তাহ পরে , সোনাক্ষী ইনস্টাগ্রামে জহির ইকবালের সঙ্গে কাটানো একটি রোমান্টিক মুহূর্তের এক ঝলক শেয়ার করেছেন| যেখানে দেখা যাচ্ছে, পুলের পাশে একান্ত সময় কাটাচ্ছেন জুটিতে| পুল, সূর্যাস্ত এবং শহরের স্কাইলাইনের একটি সুন্দর দৃশ্য ফ্রেমবন্দি করেছেন সোনা| জুসের গ্লাস হাতে পরের ছবিতে স্বামীর সঙ্গে পোজ দিয়েছেন অভিনেত্রী| আর এখন তাঁদের নতুন ছবি মানেই তা ভাইরাল |