দিন কয়েক আগেই একটি অনুষ্ঠানে গিয়ে বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি মন্তব্য করেছিলেন 'ভারতীয় মহিলারা অলস'। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক মাথা চাড়া দেয়। সমালোচনার ঝড় ওঠে। অবশেষে কটাক্ষর হাত থেকে বাঁচতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন 'সিংহম' ছবির অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সোনালি লিখলেন, 'অসংখ্য প্রতিক্রিয়া পেয়ে আমি অভিভূত। কিন্তু একজন মহিলা হয়ে কোনও মহিলাকে আঘাত করতে আমি চাইনি বরং সমর্থনেই কথা বলেছিলাম। ' শেষে তাঁর কথায় কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী।
উল্লেখ্য সোনালি সেই অনুষ্ঠানে বলেছিলেন, 'এই দেশে এমন অনেক মহিলা রয়েছেন যারা চান তাঁদের স্বামী ভালো চাকরি করুক, মোটা টাকা মাইনে পাক। কিন্তু এই মহিলারা বিয়ের পর নিজেরা কী করবেন?' মন্তব্যে হাততালির পাশাপাশি সমালোচনাও পেয়েছেন অভিনেত্রী।