ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনাল ম্যাচ দেখে ওয়াংখেড়ে থেকে সোজা সোনাম কাপুর আনন্দ আহুজার মুম্বইয়ের বাড়িতে গেলেন ডেভিড বেকহ্যাম। জমকালো অভ্যর্থনা হল কিংবদন্তি ফুটবল তারকার।
বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে লন্ডনেই অধিকাংশ সময়ে থাকেন সোনাম। সে দেশের হু'জ হুদের সঙ্গে ভালোই ওঠাবসা কাপুর এবং আহুজা দম্পতির। সেই সূত্রেই দারুণ খাতির বেকহ্যামের সঙ্গেও, নিজের শহরে তাই বেকহ্যামের আপ্যায়নে কোনও ত্রুটি রাখলেন না অনিল কন্যা।
Mohammad Shami: একার হাতে নিউজিল্যান্ডকে ভাঙলেন শামি, টিভিতে কি চোখ ছিল 'বিচ্ছিন্না' স্ত্রী হাসিনের?
বুধবার রাতের পার্টিতে অবশ্য ভিড় ছিল না তেমন, একেবারে কাছের মানুষদের নিয়েই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। লাল শাড়ী, সঙ্গে সাদা ট্রেন্ডি ব্লাউজে রাজকীয় অভ্যর্থনা করলেন হোস্ট সোনাম।