প্রতিটা মেয়ের কাছেই মাতৃত্বকাল খুব বিশেষ। এই অনুভূতির বিকল্প বোধ হয় আর কিছুই হয় না। সম্প্রতি মা হয়েছেন বলিউডের মিষ্টি অভিনেত্রী সোনম কাপুর। কোলে সদ্যজাতকে নিয়েই কাজে ফিরেছেন অভিনেত্রী। সন্তানের জন্যও মায়ের আশিস পাওয়াটা খুব জরুরী। তাই কাজ সামলেই সন্তানকে সময় দিচ্ছেন অভিনেত্রী৷ সম্প্রতি, একটি ভিডিয়ো শেয়ার করে সমাজের বাধা ধরা ট্যাবুকে খান খান করেছেন সোনম।
আজও প্রকাশ্যে স্তন্যপান করানো যেন সমাজে একপ্রকার নিষিদ্ধ। এবার সেই সংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যামেরার সামনেই সন্তানকে স্তন্যপান করালেন অনিল কন্যা। তাকে সেই সময় সাজিয়ে শ্যুটিং এর জন্য প্রস্তুত করছেন অভিনেত্রীর টিম।
দিনকয়েক আগেই করওয়া চৌথেও স্বামীর মঙ্গল কামনায় ব্রত রেখেছিলেন সোনম। কিন্তু সেখানেও তিনি ভেঙেছেন প্রথা। শরীর অসুস্থ করে উপবাস রেখে নয় বরং ভরপেটেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে করওয়া চৌথ পালন করেন সোনম। সন্তান জন্ম দেওয়ার পর এই মুহুর্তে মুম্বইয়ে অনিল কাপুরের বাড়িতেই আছেন সোনম। বাবার বাড়িতে ধুমধাম করে পালন হয় করওয়া চৌথ, মেয়ে ঘরে থাকায় এবার পুরো অনুষ্ঠানের দায়িত্বই ছিল সোনমের কাঁধে।