সম্প্রতি ]হিন্দি ভাষা বিতর্কে (recent language row) উত্তাল দেশের বিনোদন দুনিয়া। হিন্দি, দেশের রাষ্ট্রীয় ভাষা কিনা, তাই নিয়েই বিতর্ক। এবার সেই বিষয়ে সরব হলেন গায়ক সোনু নিগম (Singer Sonu Nigam)।
'ভাষা বিতর্ক'-এ সোনু নিগমের মত, কারও ওপর কোনও বিষয় জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। বিশেষত তা যদি ভাষার ক্ষেত্রে হয় তাহলে আরওই নয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক বলেন, এমন বিতর্ক তৈরি করে মানুষের মধ্যে বিভেদের আগুন ধরানোর কোনও মানেই হয় না, যেখানে দেশে এমনিতেই বিভাজনের হাজারটা কারণ রয়েছে। তাঁর মতে, এতে আমাদের সমাজ আরও দুর্বল হচ্ছে।
'ওহ লাভলি', পার্ট টু নিয়ে হাজির 'কালারফুল বয়' মদন মিত্র
সোনুর কথায়, 'সংবিধানের কোথাও এটি লেখা নেই, যে হিন্দি আমাদের জাতীয় ভাষা। এটি সবচেয়ে বেশি প্রচলিত কথ্য ভাষা হতে পারে, কিন্তু জাতীয় ভাষা নয়।'
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কিচ্চা সুদীপ বলেন, 'হিন্দি এখন আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়।' এই মন্তব্যের পরই ট্যুইটার ভাগ হয়ে যায় দুই দলে। একদল কিচ্চার সমর্থনে, অপর দল তাঁকে সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেন বলিউডের 'সিঙ্ঘম' অজয় দেবগণ।