এই মঞ্চেই এই তো সেদিন গান গেয়েছিলেন কেকে (KK)। শেষ গান ছিল 'হম রহে ইয়া না রহে কাল...ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'...তার কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ। কেকে-র অকাল প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর কলকাতা। তবে সেই যন্ত্রণা কাটিয়ে ওঠার চেষ্টাও করছে তিলোত্তমা। কেকে-র আকস্মিক সেই ঘটনার এক মাসও কাটেনি, নজরুল মঞ্চেই (Najrul Manch) অনুষ্ঠিত হল সোনু নিগমের (Sonu Nigam) কনসার্ট।
লালবাজারের তরফে নির্ধারিত SOP মেনেই হল অনুষ্ঠান (Kolkata News)। ছিল আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। অনুষ্ঠানস্থলের বাইরে মোতায়েন রাখা হয়েছিল তিনটি অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়িও। এ ছাড়াও উদ্যোক্তাদের তরফে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়। নির্বিঘ্নেই অনুষ্ঠান সম্পন্ন করেছেন সোনু। কোথাও একচুল বিচ্যূতি চোখে পড়েনি।
alia bhatt announced her pregnancy: বলিউডে খুশির খবর! মা হচ্ছেন আলিয়া ভাট
কেকে-র অনুষ্ঠানের কথা মাথায় রেখে, এ বারে যাতে অনুষ্ঠানস্থলে মাত্রাতিরিক্ত ভিড় না হয়, সে দিকে কড়া নজর ছিল আয়োজকদের। তাঁরা জানিয়েছেন, আসন সংখ্যার থেকে একটিও অতিরিক্তি টিকিট বিক্রি করা হয়নি।