তাঁর মুখের 'জয় গোপাল' সংলাপ সকলের মুখে মুখে ফেরে। তিনি মিঠাই। ছোট পর্দা থেকে একলাফে পর্দায় ঝাঁপ দিয়েছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণই নজর থাকে নেটিজেনদের। এবার দুর্গা রূপে ধরা দিলেন সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা।
Kartik Aryaan : সারা, অনন্যা অতীত! কার্তিকের মনজুড়ে অন্য কেউ, কার সঙ্গে ডিনার ডেট সারলেন ?
মিঠাই আগেই জানিয়েছিলেন মহালয়ায় অভিনয় করতে তিনি মোটেও পছন্দ করেন না। কিন্তু মহাষ্টমীর দিন এই সাজে হঠাৎ কেন তিনি? তার উত্তর যদিও মিঠাই দেননি। এই মুহূর্তে তিনি প্রধান ছবির শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত।