প্রথম ধারাবাহিক দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ দিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার এই ধারাবাহিকের পর দর্শকদের মনে গেঁথে গিয়েছে তাঁর অভিনয়। ছোট পর্দা দিয়ে শুরু করে, প্রথম ছবিতেই দেবের বিপরীতে, এবার ওয়েব সিরিজে ডেব্যু 'মিঠাই'এর। সদ্য অভিনেতা সৌরভ দাসের সঙ্গে তাঁর আগামী ছবি ‘১০ জুন’-এর শ্যুটিং শেষ করেছেন সৌমিতৃষা।
সিনেমা ছবির পর ওয়েব পর্দাতেও পসার জমাতে চলেছেন ‘মিঠাই রানি’। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ দিয়েই ওটিটি-তে আত্মপ্রকাশ করতে চলেছেন সৌমিতৃষা। প্রকাশ্যে এসেছে সিরিজে অভিনেত্রীর ফার্স্ট লুক। কনের সাজে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন সৌমিতৃষা।
এই সিরিজে তাঁর চরিত্রের নাম দেবী। চোখে হতাশা এবং উৎকণ্ঠা স্পষ্ট। বিয়ের দিনেই সে জানতে পারে অদ্ভুত এক ভবিষ্যদ্বাণী। হবু স্বামীর রহস্য মৃত্যুর কথা শুনতে পায় সে। দেবী কীভাবে সামলে নেবে পরিস্থিতি, সেই গল্প বলা হবে সিরিজ জুড়ে।
সিরিজ়ের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপঞ্জনা মিত্র, সৈরীতি বন্দোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ। এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ‘হইচই’-তে।