বলিউডের কিং শাহরুখ খান হোক বা টলিউডের যিশু, বহু নায়ক-নায়িকার কেরিয়ারের শুরুটাই হয় ছোটপর্দা থেকে । সিরিয়ালই বহু তারকাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে বারবার । তারপর বড়পর্দায় ব্রেক করার সুযোগ । সিলভার স্ক্রিনে তাঁর ছবি, নামটাও জ্বলজ্বল করুক, সেই স্বপ্ন নিয়ে বারাসত থেকে কলকাতায় এসেছিলেন মধ্যবিত্ত পরিবারের মেয়েটা । স্বপ্নপূরণের প্রথম ধাপটা শুরু হল মডেলিং দিয়ে । তারপর ছোটপর্দায় সুযোগ । ২০১৬-তে 'এ আমার গুরুদক্ষিণা' সিরিয়ালে প্রথম অভিনয় । ছিলেন খলনায়িকা । তবে,প্রথম কয়েকটা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন । কিন্তু, একটা ধারাবাহিকই তাঁর কেরিয়ারের মোড় বদলে দিল । দর্শকদের মনে চিরদিনের মতো জায়গা করে নিল মিঠাই । হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে সৌমিতৃষাকে নিয়ে । মিঠাই শেষ হয়েছে গত বছরই । কিন্তু, এখনও দর্শক ভুলতে পারেনি মোদক পরিবারকে, মিঠাই-কে । সৌমিতৃষা এখন সিনেমা করছেন, সিরিজেও কাজ করেছেন । হাতে আরও বেশ কয়েকটা কাজ রয়েছে । সব মিলিয়ে বেশ ব্যস্ত সৌমিতৃষা । তবে, অভিনেত্রী জানিয়েছেন, সিরিয়াল তাঁকে খ্যাতি এনে দিলেও, ছোটপর্দায় ফেরার কোনও পরিকল্পনা নেই । তিনি নাকি একেবারেই টিভিকে মিস করেন না ।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা জানান, সিরিয়ালে আপাতত কাজ করবেন না । নতুন নতুন চরিত্র এক্সপ্লোর করতে চান । তবে, মিঠাইরানির কথায়, সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যায় । নতুন কিছু করা যায় না । সৌমিতৃষা আরও জানান, তিনি যে ধরনের কাজ করতে চাইছেন, সেই কাজের সুযোগ এখন ছোটপর্দায় নেই । তাই ছোটপর্দায় ফিরতে চান না । তবে, ছোটপর্দার প্রতি তিনি বরাবর কৃতজ্ঞ । অভিনেত্রী বলেন, "ছোট পর্দাকে অস্বীকার করছি না। আমি যা হয়েছি সবটাই টিভির দর্শকদের জন্য, ওদের কাছে আমি আজও মিঠাই। " জানেন কি, সলমনের শো বিগ বস থেকেও নাকি অফার এসেছিল সৌমিতৃষার কাছে । হিন্দি সিরিয়ালে কাজ করারও প্রস্তাব পেয়েছেন মিঠাইরানি । তবে, হাতে বেশ কয়েকটি কাজ থাকার জন্য তিনি দু'টো প্রস্তাবেই না করে দিয়েছেন ।
তারকাদের জীবনে বিতর্ক কোনও নতুন শব্দ নয় । সৌমিতৃষাও বারবার বিতর্কে জড়িয়েছেন । টলিপাড়ায় প্রায়ই শোনা যায়, ইন্ডাস্ট্রির বহু সহকর্মীর সঙ্গে দূরত্ব তৈরি করেছে । সৌমিতৃষার নামের পাশে আবার অনেকে জুড়ে দিচ্ছেন আবার অহংকারী শব্দটাও । জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তিনি বহু সহকর্মীকে আনফলো করেছেন । সেই তালিকায় মিঠাই পরিবারের অনেকেই রয়েছেন । সিরিয়াল চলাকালীনই আদৃতের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল । শুটিংয়ের দৃশ্য ছাড়া তাঁরা নাকি বাকি সময়টা সেটে খুব একটা কথা বলতেন না । বহুদিনই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন আদৃত, সৌমিতৃষা । এছাড়া মিঠাই ধারাবাহিকের কৌশাম্বী, দিয়া, ঐন্দ্রিলা থেকে অনন্যা, উদয়...কাউকে আর ফলো করেন না । শুধু মিঠাই পরিবার নয়, তাঁর বন্ধুর তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন সায়ক চক্রবর্তীও । একটা সময় সায়কের সঙ্গে কম রিলস, ভিডিও বানাননি সৌমিতৃষা । জানা গিয়েছে সেই সায়কের সঙ্গেও কথা তো দূরের কথা, মুখ দেখাদেখিও নাকি বন্ধ ।
আদৃত-কৌশাম্বির বিয়েতেও উপস্থিত ছিলেন না সৌমিতৃষা । বলা ভাল তাঁদের বিয়েতে, নিমন্ত্রিতদের তালিকাতেই ছিলেন না অভিনেত্রী । সৌমিতৃষা নিজেই জানিয়েছিলেন,তাঁকে বিয়েতে নিমন্ত্রণ করতে ‘ভুলে গিয়েছে’ আদৃত-কৌশাম্বি । তবে, তাঁদের সঙ্গে আদৃত-কৌশাম্বি-র কোনও ঝামেলা নেই বলে দাবি করেছিলেন অভিনেত্রী ।
নিজের পোশাক নিয়েও মাঝে মধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে । সম্প্রতি, শাড়ি পরা একটা ছবিতে বডি শেমিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী । যদিও, সেসব কোনও কিছুকেই পাত্তা দেন না সৌমিতৃষা । আপাতত কাজেই ডুবে থাকতে চান অভিনেত্রী । যদিও, আরও একটা প্রশ্ন উঠে আসছে, খুব শীঘ্রই কি তাঁকে ভোট ময়দানেও দেখা যাবে ? রাজ্য সরকারের প্রায় প্রতিটি অনুষ্ঠানে সৌমিতৃষার উপস্থিতি কারও নজর এড়ায়নি । চলতি বছর লোকসভা ভোটের প্রচারেও তাঁকে দেখা গিয়েছে । তাহলে কি সৌমিতৃষার সরাসরি রাজনীতির ময়দানে নাম কি শুধু সময়ের অপেক্ষা ?
প্রধান সিনেমার পর হইচই-এর একটি থ্রিলার সিরিজে কাজ করেছেন অভিনেত্রী । সিরিজের নাম কালরাত্রি । একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে । এছাড়া, সৌরভ দাসের বিপরীতে ১০ জুন ছবিতেও জুটি বাঁধছেন সৌমিতৃষা ।