দাবদাহের চোখ রাঙানি থেকেই রেহাই মিলেছে শহরবাসীর। বৃহস্পতিবার দুপুরেই সন্ধে নেমেছে কলকাতার বুকে, সঙ্গে আকাশ ভেঙে বৃষ্টি। এমন দিনে ঘরে কি আর মন টেকে? ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে খোলা বারান্দায় ছুট লাগলেন সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু। দু হাত ছড়িয়ে, চুল খুলে এদিন বৃষ্টিতে ভিজলেন সৌমি। নাচলেন, দুইহাতে চুমু ছুঁড়ে দিলেন আকাশের দিকে। উচ্ছেবাবুর বিয়ের দিনে খোশমেজাজেই দেখা গেল মিঠাইকে।
Sandeshkhali : সন্দেশখালির ঘটনায় রেখা পাত্র ও গঙ্গাধরের বিরুদ্ধে এফআইআর, বিজেপি নেত্রীকে সমন
এদিকে আজ আদৃত কৌশাম্বির বিয়ে। একটা সময় 'মিঠাই' ধারাবাহিকে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের কেমিস্ট্রি দেখার পর থেকে অনেকেই ভেবে নিয়েছিলেন তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন । কিন্তু, আদৃত যে মন দিয়েছিলেন কৌশাম্বিকেই । যদিও, তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি । সহ অভিনেতার বিয়েতে সৌমি যাবেন কিনা তা তো সময়ই বলবে।